Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


নিবন্ধনে জটিলতা দেখা দিলে কেন্দ্রে গিয়েই নেওয়া যাবে টিকা

Main Image

ডা মীরজাদি সেব্রিনা ফ্লোরা


কোনো জটিলতার কারণে টিকার জন্য নিবন্ধন করা না গেলে সরাসরি টিকা কেন্দ্রে গিয়েও টিকা নেওয়া যাবে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে। টিকা গ্রহণ কার্যক্রম সহজতর ও আরও গতিশীল করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা মীরজাদি সেব্রিনা ফ্লোরা।

এ সময় তিনি বলেন, সরকারের কাছে পর্যাপ্ত টিকা আছে। টিকার কোনো সংকট নেই।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম বলেন, গত কয়েক সপ্তাহে মোট মৃত ব্যক্তিদের ৮০ শতাংশই কোনো টিকা নেননি। তাই জনসাধারণকে টিকা নেওয়ার তাগিদ দেন তিনি।

এতে সাম্প্রতিক সময়ে করোনা সংক্রমণ পরিস্থিতি ও করণীয়, হাসপাতালের প্রস্তুতিসহ নানা বিষয়ে বিস্তারিত তুলে ধরেন স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি। তিনি আরও জানান, দেশে ওমিক্রণে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লেও ডেল্টা ভ্যারিয়েন্টের রোগীর সংখ্যাই বেশি।

আরও পড়ুন