Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


ওমিক্রন হলে প্রতিরোধ শক্তি বাড়ে ডেল্টার বিরুদ্ধে

Main Image

গবেষকরা ওমিক্রনে সংক্রমিতদের রক্তের প্লাজমা নিয়ে পরীক্ষা চালান


ওমিক্রনে আক্রান্ত হলে তা করোনার ডেল্টা সংক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ শক্তি কয়েক গুণ বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে কেউ ডেল্টায় সংক্রমিত হলেও তা ভয়াবহ হয়ে ওঠার আশঙ্কা একেবারেই কম।

দক্ষিণ আফ্রিকায় সম্প্রতি চালানো একটি গবেষণায় এ তথ্য এসেছে বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

গবেষণাপত্রটি পিয়ার রিভিউ পর্যায় পেরিয়ে একটি আন্তর্জাতিক চিকিৎসা বিজ্ঞান গবেষণা পত্রিকায় প্রকাশিত হতে চলেছে।

করোনা ওমিক্রন ধরন গত নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হয়। এরপর থেকে দেখা গেছে, করোনার অন্যান্য ধরনের চেয়ে ওমিক্রন দ্রুত বিশ্বে ছড়িয়ে পড়ছে। শুধু তাই নয়, টিকা বা ভাইরাসের অন্য ধরনে সংক্রমণের ফলে মানবদেহে গড়ে ওঠা অ্যান্টিবডিকেও ধোঁকা দিতে পারছে ওমিক্রন।

আফ্রিকা হেলথ রিসার্চ ইনস্টিটিউট টিকা না নেওয়া এবং টিকা নেওয়ার পরেও যারা ওমিক্রনে সংক্রমিত হয়েছেন তাদের ওপর এ গবেষণা চালায়।

গবেষকরা ওমিক্রনে সংক্রমিতদের রক্তের প্লাজমা নিয়ে পরীক্ষা চালান। প্লাজমাতেই থাকে অ্যান্টিবডি। তারা দেখেছেন, সেই অ্যান্টিবডিগুলো ওমিক্রন ও ডেল্টার সংক্রমণ কতটা রুখতে পারছে।

গবেষকরা বলছেন, আগে যদি কেউ ওমিক্রনে সংক্রমিত হয়ে থাকেন, তাহলে তার দেহে তৈরি হওয়া অ্যান্টিবডির ডেল্টাকে রুখে দেওয়ার ক্ষমতা অন্তত সাড়ে চার গুণ বেড়ে যাচ্ছে।

আরও পড়ুন