Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


যুক্তরাষ্ট্রে ফাইজারের করোনা পিল অনুমোদন

Main Image

এই পিল দ্রুত ছড়াতে থাকা ওমিক্রন ধরনের বিরুদ্ধেও একটি নতুন অস্ত্র হিসেবে কাজ করবে বলে জানিয়েছে ফাইজার


যুক্তরাষ্ট্র ‍গুরুতর অসুস্থতার ঝুঁকিতে থাকা ১২ বছর ও তার বেশি বয়সীদের ক্ষেত্রে ফাইজারের অ্যান্টিভাইরাল করোনা পিল ব্যবহার অনুমোদন দিয়েছে। বুধবার (২২ ডিসেম্বর) এ অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছে রয়টার্স।

এই পিল দ্রুত ছড়াতে থাকা ওমিক্রন ধরনের বিরুদ্ধেও একটি নতুন অস্ত্র হিসেবে কাজ করবে বলে জানিয়েছে ফাইজার। প্রতিষ্ঠানটির দাবি, তাদের অ্যান্টিভাইরাল পিল ‘প্যাক্সলোভিড’ গুরুতর অসুস্থতার উচ্চ ঝুঁকিতে থাকা রোগীদের হাসপাতালে ভর্তি করা ও মৃত্যু প্রতিরোধে প্রায় ৯০ শতাংশ কার্যকর।

ফাইজার বলছে, ওষুধটি যুক্তরাষ্ট্রের বাজারে এখনই সরবরাহ করতে প্রস্তুত তারা।

জনস হপকিন্স ইনস্টিটিউট ফর হেলথ সিকিউরিটির জ্যেষ্ঠ বিজ্ঞানী আমেশ আদালজা বলেন, ‘প্যাক্সলোভিডের অনুমোদন আরেকটি বড় মাইলফলক। করোনাকে আরও ভালোভাবে নিয়ন্ত্রণে রাখার পথে এটি আরেকটি পদক্ষেপ।’

ফাইজার বলছে, চলতি বছর তারা ১ লাখ ৮০ হাজার ট্রিটমেন্ট কোর্স সরবরাহের জন্য প্রস্তুত আছে। যুক্তরাষ্ট্র সরকার ওষুধটির ১ কোটি কোর্স, প্রতিটি ৫৩০ ডলারে কেনার চুক্তি করেছে।

যুক্তরাষ্ট্রে করোনার ওমিক্রন ধরন ছড়াতে থাকায় ফের আক্রান্ত বাড়তে শুরু করেছে। পরিস্থিতি মোকাবিলায় প্রেসিডেন্ট জো বাইডেন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আরও টিকাদান কর্মসূচি পরিচালনা ও কভিড পরীক্ষা কেন্দ্র করার ঘোষণা দিয়েছেন। এমন পরিস্থিতিতেই দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন জরুরিভিত্তিতে ওরাল পিল অনুমোদন দিলো।

আরও পড়ুন