Advertisement
Doctor TV

সোমবার, ২১ এপ্রিল, ২০২৫


ওমিক্রণ ঠেকাতে পারবে তো ভ্যাকসিন?

Main Image

বাংলাদেশে ওমিক্রন শনাক্ত


ওমিক্রনের বিরুদ্ধে কি বর্তমানের  কাজ করবে? সহজ উত্তর, আমি ততটা উদ্বিগ্ন না । কী কারণে না, তা বলছি। একটি ভ্যাকসিন প্রতিরক্ষা দেবার জন্য প্রধানত ২ টি জিনিস দরকার । অ্যান্টিবডি ও T cells. আসলে আগে T cells এবং এর কিছুদিন পর অ্যান্টিবডি । ওমিক্রণ ঠেকাতে পারবে তো ভ্যাকসিন? দিলে যে আমাদের শরীর অ্যান্টিবডি তৈরি করে এবং যা আমাদেরকে ভাইরাসের পরবর্তী আক্রমন থেকে রক্ষা করবে তা শুনেছেন। ওমিক্রন ভাইরাস পরিবর্তিত হবার কারণে অ্যান্টিবডি দিয়ে যে সুরক্ষা দেবার কথা তা কমে যাবে ওমিক্রন ভারিঅ্যান্ট থেকে প্রতিরক্ষা দিতে। কিন্তু এতেও আমি ততটা উদ্বিগ্ন নই । কারণ, ভাইরাসের ভ্যাক্সিন প্রতিরক্ষা দেবার জন্য সবচেয়ে বড় যে জিনিসটি দরকার তা হল T cells. ওমিক্রন ভাইরাস যেটুকু পরিবর্তিত হয়েছে, এই পরিবর্তন T cell দ্বারা যে প্রতিরক্ষা তৈরি হয়, যেটি খুব খুব গুরুত্বপূর্ণ, তার খুব বেশী হের-ফের হবার সম্ভাবনা কম । কাজেই প্যানিক না হয়ে সাবধান হন । আরও একটি আশার কথা, নতুন প্রযুক্তি দিয়ে আবিষ্কৃত ভ্যাক্সিনগুলো খুব তাড়াতাড়িই বাজারে নিয়ে আসা যাবে যেগুলো ওমিক্রন ভারিঅ্যান্ট কে ব্যবহার করে তৈরি করা হয়েছে। ওমিক্রন ভারিঅ্যান্ট এর প্রায় সবকিছুই অজানা এখনও, তাই ভ্যাক্সিন নিন (বুসটারও), স্বাস্থ্যবিধি মেনে চলুন পরিপূর্ণভাবে । আতঙ্কিত হবার সময় এখনও আসে নি ।

আরও পড়ুন