Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


‘গ্যাস চেম্বার’ দিল্লিতে বাড়ছে ফুসফুসের সমস্যা

Main Image

চোখ জ্বালা, চোখ দিয়ে পানি পড়া, কাশি-কফের সমস্যার পাশাপাশি শ্বাসনালী ও ফুসফুসে সংক্রমণের ঘটনাও বাড়ছে।


দীপবলির পর থেকেই ভারতের রাজধানী দিল্লির বাতাস ধুলো আর ধোঁয়াশার চাদরে ঢাকা পড়েছে। বায়ুদূষণে রীতিমতো বিপর্যস্ত দিল্লি।

পরিস্থিতি দেখে পরিবেশবিদদের অনেকেই ১৯৫২ সালের লন্ডনের ‘গ্যাস চেম্বার’ পরিস্থিতির সঙ্গে তুলনা করতে শুরু করেছেন।

আনন্দবাজার জানায়, ভারতের সবচেয়ে দূষিত বায়ুর শহর হিসেবে উঠে আসছে দিল্লির নাম। প্রবল ধোঁয়াশার কারণে দিল্লির কয়েকটি শুক্রবার দৃশ্যমানতা নেমে আসে ৫০ শতাংশে।

শীতের শুরুতে বায়ুদূষণের ফলে বাড়ছে অসুস্থতার ঘটনাও। চোখ জ্বালা, চোখ দিয়ে পানি পড়া, কাশি-কফের সমস্যার পাশাপাশি শ্বাসনালী ও ফুসফুসে সংক্রমণের ঘটনাও বাড়ছে।

দিল্লি সরকারের পক্ষ থেকে দূষণ মোকাবিলায় কিছু বিধিনিষেধ মেনে চলতে শহরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। বাইরে বের হলে গলায় স্কার্ফ এবং সানগ্লাস পরার পরামর্শ দেওয়া হয়েছে। এমনকি ঘরে থাকার সময়ও প্রয়োজন বুঝে মাস্ক পরার কথাও বলা হয়েছে।

চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, দিল্লির বাতাসে ২.৫ মাইক্রন ঘনত্বের সূক্ষ্ম ধূলিকণার (পিএম ২.৫) বাড়ার কারণে ফুসফুসের সমস্যা বাড়ছে। বাতাসে ভাসমান সাধারণ ১০ মাইক্রন ঘনত্বের ধূলিকণা (পিএম ১০) নাকের ভিতরে রোমে আটকে গেলেও পিএম ২.৫ বা সূক্ষ্ম ধূলিকণা সরাসরি পৌঁছে যেতে পারে ফুসফুস পর্যন্ত।

আরও পড়ুন