Advertisement
Doctor TV

বুধবার, ২৩ জুলাই, ২০২৫


মুগদা হাসপাতালের অগ্নিকাণ্ডে দগ্ধ ১০

Main Image

মুগদা হাসপাতালের অগ্নিকাণ্ডে ১০ জন দগ্ধ


রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালের একটি খালি আইসিইউ ইউনিটে পরিচ্ছনতা কাজের সময় আগুন লেগে নার্সসহ অন্তত ১০ কর্মী দগ্ধ হয়েছেন।

হাসপাতালের পরিচালকের ব্যক্তিগত কর্মকর্তা খন্দকার তৌফিক জানান, বেলা সাড়ে ১২টার দিকে হাসপাতালের ছয় তলায় একটি আইসিইউতে হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আহমদুল কবির বলেন, যারা আহত হয়েছেন তারা সবাই হাসপাতালের কর্মী।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এনায়েত হোসেন জানান, আগুন লাগার খবর পেয়ে তাদের সাতটি ইউনিট ঘটনাস্থলে যায়। বেলা ১২টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস।

অগ্নিকাণ্ডের পর মুগদা হাসপাতালের ছয় কর্মীকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। তাদের পাঁচজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগে ভর্তি করা হয়েছে বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান।

আরও পড়ুন