Ad
Advertisement
Doctor TV

রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫


আহতদের চিকিৎসায় আজ রাতেই ঢাকায় আসছে সিঙ্গাপুরের চিকিৎসক দল

Main Image

ছবিঃ সংগ্রহীত


ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর আহতদের চিকিৎসায় সহায়তা করতে সিঙ্গাপুর থেকে এক মেডিকেল টিম আজ (মঙ্গলবার, ২২ জুলাই) রাতেই ঢাকায় পৌঁছাবে। মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. মোহাম্মদ সায়েদুর রহমান।

 

তিনি জানান, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সঙ্গে সমঝোতা অনুযায়ী এই টিম ঢাকায় আসছে। দলে রয়েছেন একজন সিনিয়র কনসালট্যান্ট ও দুইজন নার্স। তারা আগামীকাল (বুধবার) থেকে বার্ন ইনস্টিটিউটে আহতদের চিকিৎসা কার্যক্রমে সরাসরি যুক্ত হবেন।

 

ডা. সায়েদুর রহমান বলেন, “টিমটি ঢাকায় এসে পরিস্থিতি মূল্যায়ন করবেন। প্রয়োজনে কারও বিদেশে চিকিৎসার দরকার হলে সরকার সে অনুযায়ী ব্যবস্থা নেবে।”

 

উল্লেখ্য, ভয়াবহ এই দুর্ঘটনায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ২৯ জন।

আরও পড়ুন