ছবিঃ সংগ্রহীত
উত্তরার মাইলস্টোন কলেজের ছাদে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের মধ্যে দুজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সরকারি অধ্যাপক ডা. মোহাম্মদ সায়েদুর রহমান।
তিনি বলেন, “দুজন রোগীকে কেবিনে স্থানান্তর করতে পেরেছি, এটিকে আমরা চিকিৎসায় অগ্রগতি হিসেবে দেখছি। এছাড়া আরও ১০ জন রোগীকে চিকিৎসকরা শঙ্কামুক্ত বলে মনে করছেন। তবে বাকি ৩০ জনের অবস্থা এখনো স্পষ্ট নয়। তাঁদের চিকিৎসায় দেশের শীর্ষ বিশেষজ্ঞরা একসঙ্গে কাজ করছেন।”
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, কয়েকটি হাসপাতালের মাল্টিডিসিপ্লিনারি টিম রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা, ফ্লুইড এবং ওষুধ ব্যবস্থাপনায় পরিবর্তন এনেছে। এর পাশাপাশি, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সঙ্গে থাকা সমঝোতা অনুযায়ী তাদের কাছে কেস রিপোর্ট পাঠানো হয়েছে। সেখান থেকে একজন সিনিয়র কনসালটেন্ট ও দুইজন নার্স মঙ্গলবার রাতেই বাংলাদেশে পৌঁছাবেন বলে জানানো হয়েছে। তারা বুধবার থেকে চিকিৎসা টিমে যুক্ত হবেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম এ সময় জানান, বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৯ জনের মৃত্যু হয়েছে।
তবে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে পৌঁছেছে এবং দুর্ঘটনায় আহত হয়ে এখন পর্যন্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৬৫ জন।
আরও পড়ুন