মুগদা হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালের ছয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
বৃহস্পতিবার ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বেলা সাড়ে ১২টায় মুগদা জেনারেল হাসপাতালের ছয় তলায় আগুন লাগার খবর পাই। খবর পেয়ে ঘটনাস্থলে দুপুর ১২টা ৪৩ মিনিটে ৭টি ইউনিট পৌঁছায়। পরে ১২টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এছাড়া এখন পর্যন্ত আমরা কোনো হতাহতের খবর পাইনি।
আরও পড়ুন