Advertisement
Doctor TV

মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫


দেশে ২৬ শতাংশ মানুষ বাতরোগে আক্রান্ত

Main Image

দীর্ঘমেয়াদি রোগ যা থেকে পৃথিবীতে কোটি কোটি মানুষ অসুস্থ থাকায় অর্থনৈতিক কার্যক্রমে বিশাল ক্ষতির কারণ হচ্ছে


দেশের ১৮ বছরের বেশি বয়সীদের মধ্যে ২৬ শতাংশ মানুষই কোনো না কোনোভাবে বাতরোগে আক্রান্ত।

মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) রিউমাটোলজি বিভাগ আয়োজিত বিশ্ব অর্থ্রাইটিস দিবসের আলোচনায় একটি সমীক্ষার বরাত এ দিয়ে কথা জানোয় হয়।

এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘আর দেরি নয়, আর্থরিইটিস চিকিৎসার এখনই সময়’।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, আমাদের দেশে এখন বয়ষ্ক মানুষের সংখ্যা বাড়ছে এবং তাদের এই রোগের ঝুঁকি বেশি থাকে। এজন্য এখন থেকেই এবিষয়ে ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, মানুষের শরীরে জয়েন্টে ব্যথা এখন সঠিক চিকিৎসার মাধ্যমে ভালো হচ্ছে। এটি একটি ক্রনিক বা দীর্ঘমেয়াদি রোগ যা থেকে পৃথিবীতে কোটি কোটি মানুষ অসুস্থ থাকায় অর্থনৈতিক কার্যক্রমে বিশাল ক্ষতির কারণ হচ্ছে।

অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বলেন, এসব বিষয়ে চিকিৎসা ও গবেষণা বাড়াতে হবে। সেইসঙ্গে নতুনদের গবেষণা কাজে মনোযোগী হতে হবে।

তিনি জানান, গত বছর বিএসএমএমইউতে গবেষণায় বরাদ্দ ছিল চার কোটি টাকা। এবার সেখানে ১২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ভবিষ্যতে এই বরাদ্দ আরও বাড়ানোর ব্যবস্থা করা হবে বলেও জানান উপাচার্য।

বিভিন্ন বিভাগের সাব-স্পেশালিটি বিভাগ চালু এবং বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, জটিল রোগে আক্রান্ত মানুষের তুলনায় বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা খুবই সীমত বা অপ্রতুল। দেশে মাত্র ৩০ জন বাতরোগ বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন।

অনুষ্ঠানের সায়েন্টেফিক সেশনে এক প্রবন্ধে বিএসএমএমইউর রিউমাটোলজি বিভাগের কোর্স কো-অর্ডিনেটর অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম বলেন, ২০০১ সালের একটি গবেষণায় ২৬ শতাংশ মানুষ বাতরোগে ভূগছে বলে দেখা গেছে। অল্প কয়েকটি এলাকায় এ গবেষণাটি হয়। ফলে এ সমীক্ষার ভিত্তিতে বলা যাবে না যে, সারা দেশের পরিস্থিতি একই।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিসিপিএসের সভাপতি ও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ বলেন, এই সময়ে মেডিকেল শিক্ষার্থীদের জ্ঞান চর্চার মাধ্যমে দেশের স্বাস্থ্য খাতকে উন্নত করতে হবে। প্রয়োজনে গবেষণার পরিধি আরও বাড়াতে হবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রিউমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মিনহাজ রহিম চৌধুরী।

বৈজ্ঞানিক অধিবেশনে সভাপতিত্ব করেন বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ও রিউমাটোলজিস্ট অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. টিটু মিঞা।

আরও পড়ুন