Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


আফ্রিকার অর্ধেক দেশে ২ শতাংশও টিকা পাননি

Main Image

যদিও মরিশাস ও সিসিলি তাদের মোট জনসংখ্যার ৬০ শতাংশের বেশি মানুষকে টিকা দিতে সক্ষম হয়েছে


করোনা মোকাবিলায় আফ্রিকা মহাদেশের অর্ধেক দেশের দুই শতাংশ বা তারও কম মানুষ এখন পর্যন্ত টিকার দুই ডোজ পেয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

ডব্লিউএইচও বলছে, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বৈশ্বিক লক্ষ্য অর্জনে আফ্রিকা মহাদেশের ৫৪টি দেশের মধ্যে মাত্র ১৫টি দেশ কমপক্ষে ১০ শতাংশ মানুষকে টিকা দিতে সক্ষম হয়েছে।

আফ্রিকায় ডব্লিউএইচওর টিকা সমন্বয়কারী রিচার্ড মিহিগো বলেন, ‘টিকাদানের ক্ষেত্রে আফ্রিকার দেশগুলোর অগ্রগতি খুবই সামান্য। এজন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেঁধে দেয়া লক্ষ্য অর্জনে চলতি বছর শেষের আগেই প্রত্যেক দেশকে তার ৪০ শতাংশ নাগরকিকে দুই ডোজ টিকা দিতে হলে অনেক দূর যেতে হবে।’

তিনি বলেন, ‘আশার বিষয় হলো আফ্রিকার দেশগুলোতে টিকা সরবরাহ ক্রমেই বাড়ছে। তবে অস্বচ্ছ বিতরণ পরিকল্পনার কারণে তারা টিকাদানে অনেক পিছিয়ে রয়েছে।’

যদিও মরিশাস ও সিসিলি তাদের মোট জনসংখ্যার ৬০ শতাংশের বেশি মানুষকে টিকা দিতে সক্ষম হয়েছে। এ ছাড়া ৪৮ শতাংশ মানুষকে দুই ডোজ টিকার আওতায় এনেছে মরক্কো। এই হারে ২০ শতাংশের ওপরে রয়েছে তিউনিসিয়া, কমোরস এবং কেপ ভার্দে। সেপ্টেম্বরজুড়ে ২ কোটি ৩০ লাখ ডোজ টিকা আফ্রিকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছে ডব্লিউএইচও।

আরও পড়ুন