Advertisement
Doctor TV

সোমবার, ২১ এপ্রিল, ২০২৫


বাংলাদেশে টিকা উৎপাদনে কাজ করছে চীন

Main Image

যৌথ ভ্যাকসিন উৎপাদন করতে যাচ্ছে চীন


বাংলাদেশ-চীন যৌথভাবে করোনাভাইরাসের টিকা উৎপাদনে কাজ করছে চীনা প্রতিষ্ঠানগুলো। আজ মঙ্গলবার ঢাকায় নিযুক্ত চীনের উপরাষ্ট্রদূত হুয়ালং ইয়ান তার ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন।

হুয়ালং ইয়ান লিখেছেন, ভবিষ্যতে বাংলাদেশে যৌথভাবে করোনার টিকা উৎপাদনের জন্য চীনের  প্রতিষ্ঠানগুলো তাদের এখানকার অংশীদারদের সঙ্গে কাজ করছে।

চীন এখন পর্যন্ত প্রায় ১০০টি দেশে করোনার টিকা সরবরাহ করেছে। এ ছাড়া টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সে এক কোটি ডোজ টিকা হস্তান্তর করতে যাচ্ছে চীন।

তিনি আরও জানান, বিশ্বের অনেক উন্নয়নশীল দেশ প্রথম যে ব্যাচের যে টিকা হাতে পেয়েছে সেটি চীনের টিকা। অনেকগুলো উন্নয়নশীল দেশের সঙ্গে যৌথভাবে গবেষণার পাশাপাশি টিকা উৎপাদন করছে চীন।

একই সঙ্গে চীন অনেক দেশের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে তাদের দেশে টিকার তৃতীয় ধাপের পরীক্ষা চালাতে সহায়তা করেছে।

হুয়ালং ইয়ান লিখেছেন, চীনের তৈরি করোনার টিকার নিরাপত্তা ও কার্যকরিতা ব্যাপকভাবে স্বীকৃত। ফলে, চীনের টিকা আন্তর্জাতিকভাবে সুনাম অর্জন করেছে।

গত মাসে চীনের সিনোভ্যাকের করোনার টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে বাংলাদেশ।

সরকার দেশের বিপুল জনগোষ্ঠীর টিকাদান নিশ্চিত করতে সিনোভ্যাকের কাছ থেকে টিকা কেনার চেষ্টা করছে।

আরও পড়ুন