ছবিঃ সংগৃহীত
দেশের বিভিন্ন মেডিকেল কলেজ ও সরকারি হাসপাতালে কর্মরত ৩০৮ জন বিশেষজ্ঞ চিকিৎসককে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
মঙ্গলবার (২৯ জুলাই) স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশ অনুযায়ী বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের এসব কর্মকর্তাকে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৬ষ্ঠ গ্রেডে (৩৫,৫০০-৬৭,০১০ টাকা) সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
পদোন্নতি পাওয়া চিকিৎসকরা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁদের বর্তমান পদ ও কর্মস্থলেই (ইনসিটু) দায়িত্ব পালন করবেন।
আরও পড়ুন