ছবিঃ সংগৃহীত
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় দগ্ধদের শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ২টায় ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, দগ্ধদের চিকিৎসায় শারীরিক যত্নের পাশাপাশি মানসিক সহায়তার বিষয়টিকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, বর্তমানে ইনস্টিটিউটে ৩৩ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ৩ জন আইসিইউতে, ৮ জন গুরুতর (সিভিয়ার) অবস্থায় ও ১৯ জন কেবিনে চিকিৎসাধীন। বাকিরা অন্যান্য ওয়ার্ডে আছেন। গতকাল থেকে এখন পর্যন্ত তাদের কারো অবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি।
পরিচালক জানান, আজ কাউকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হচ্ছে না। তবে সপ্তাহের বাকি সময়গুলোতে পর্যায়ক্রমে কয়েকজনকে ছুটি দেওয়া হতে পারে।
তিনি আরও বলেন, ছাড়পত্রপ্রাপ্ত রোগীদের নিয়মিত ফলোআপ চিকিৎসায় আসতে হবে এবং ভবিষ্যতে অনেকের অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। মানসিক চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানান তিনি।
আরও পড়ুন