Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


টিকা নেওয়ার আগে ব্যথানাশক ওষুধ, কী বলছে ডব্লিউএইচও?

Main Image

আগে থেকেই কেউ এ ধরনের ওষুধ খেতে থাকলে এ ক্ষেত্রে নিজের চিকিৎসকের পরামর্শ নিয়েই কাজ করতে হবে।


করোনার টিকা নেওয়ার আগে ব্যথার ওষুধ খেয়ে নিলে ভালো এবং তাতে টিকাদান পরবর্তী অসুস্থতা কম হয়- সামাজিক মাধ্যমে এমন গুজবের প্রেক্ষিতে বিষয়টি নিয়ে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও।

বৈশ্বিক সংস্থাটি বলছে, টিকা নেওয়ার আগে ব্যথার ওষুধ খাওয়া ঠিক নয়। এতে টিকার কাজ করার ক্ষমতা কিছুটা কমতে পারে।

তবে টিকা নেওয়ার পর জ্বর, মাথাব্যথা থাকলে প্যারাসিটামল বা অন্য ব্যথার ওষুধ খাওয়া যেতে পারে।

ডব্লিউএইচও আরও বলেছে, এখনো জানা যায়নি ব্যথার ওষুধ টিকার কাজের ওপরে কী প্রভাব ফেলতে পারে। ফলে আগে থেকে তা না খাওয়াই ভালো।

বৈশ্বিক সংস্থাটি বলছে, টিকার পার্শ্বপ্রতিক্রিয়া বেশি তীব্র নয়। সামান্য জ্বর, ব্যথা, হাতে ফোলা ভাব দেখা দিচ্ছে বেশির ভাগ ক্ষেত্রে। এমন হলে টিকাদানের পরে খাওয়া যেতে পারে ওষুধ। তবে আগে থেকে সাবধানতার জন্য এই ধরনের ওষুধ খাওয়ার প্রয়োজন নেই।

এক্ষেত্রে অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ নেওয়ার বিষয়ে ডব্লিউএইচও বলছে, এ জাতীয় ওষুধ কিছু অ্যালার্জি হলে সারাতে পারে, তবে তা প্রতিরোধ করতে পারে বলে প্রমাণ নেই। ফলে তা আগে থেকে খেয়েও লাভ হয় না।

তবে আগে থেকেই কেউ এ ধরনের ওষুধ খেতে থাকলে এ ক্ষেত্রে নিজের চিকিৎসকের পরামর্শ নিয়েই কাজ করতে হবে।

আরও পড়ুন