সোমবার থেকে শুরু হবে নিবন্ধন প্রক্রিয়া
দেশে আটকে পড়া অভিবাসী কর্মীদের টিকা প্রয়োগ আগামী মঙ্গলবার (৬ জুলাই) থেকে শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্যঅধিদপ্তর। এর আগে সোমবার (৫ জুলাই) থেকে শুরু হবে সুরক্ষা অ্যাপের মাধ্যমে টিকার নিবন্ধন কার্যক্রম।
আজ বৃহস্পতিবার (১ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের এক জরুরি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন অধিদফতরের লাইন ডিরেক্টর ও টিকা কর্মসূচির পরিচালক অধ্যাপক ডা. শামসুল হক।
তিনি বলেন, সোমবার থেকে অভিবাসীরা সুরক্ষা অ্যাপের মাধ্যমে টিকার জন্য নিবন্ধন করবেন। সেখানে তাদের জন্য আলাদা একটি উইন্ডো তৈরি করা হয়েছে। নিবন্ধনের পর আমরা ওইদিন রাতেই এসএমএস দেওয়া শুরু করব এবং পরদিন (মঙ্গলবার) থেকে আশা করছি তারা টিকা নিতে পারবেন।
শামসুল হক বলেন, সুরক্ষা অ্যাপে নিবন্ধনের আগে তাদেরকে জনশক্তি উন্নয়ন ব্যুরোর মাধ্যমে প্রাক-নিবন্ধন করতে হবে। এক্ষেত্রে জনশক্তি উন্নয়ন ব্যুরো 'আমি প্রবাসী' নামক একটি অ্যাপ তৈরি করেছে। এর মাধ্যমে নিবন্ধন করা যাবে বলেও জানান তিনি।
তিনি বলেন, অভিবাসী কর্মীরা জনশক্তি উন্নয়ন ব্যুরোর সারাদেশের জেলা অফিসগুলোতে নিবন্ধন করতে পারবেন। সেখানে নিবন্ধন করার পর সেই তালিকা যখন আমাদের হাতে আসবে, যাচাই-বাছাই করে আমরা আইসিটি ডিভিশনে পাঠাব, এরপর তারাই ফাইনাল তালিকা তৈরি করবে।
সুরক্ষা অ্যাপে নিবন্ধনের পর একটি ভ্যাকসিন কার্ড দেওয়া হবে। সে অনুযায়ী নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে ওই ব্যক্তি টিকা নিতে পারবেন।
তিনি বলেন, আমরা সবসময় বলে আসছি, কোনো কাগজ বা ভ্যাকসিন কার্ড ছাড়া কাউকে টিকা দেওয়া সম্ভব নয়। তাই নিবন্ধনের পর নির্দিষ্ট টিকা কেন্দ্র থেকে এসএমএস এবং ভ্যাকসিন কার্ড টিকা নিতে আসবেন।
আরও পড়ুন