Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


২০ দিনে পকেট ভেন্টিলেটর বানিয়ে চমক

Main Image

এটির ওজন মাত্র ২৫০ গ্রাম, একবার চার্জ দিলে কমপক্ষে ৮ ঘণ্টা চলে


করোনা মহামারিতে পকেট ভেন্টিলেটর বানিয়ে চমক দেখিয়েছেন কলকাতার বিজ্ঞানী ড. রামেন্দ্রলাল মুখার্জি। মাত্র ২০ দিনে তিনি এটি বানিয়েছেন বলে খবর দিয়েছে ইন্ডিয়া টুডে।

ড. রামেন্দ্রলাল কিছুদিন আগে নিজেও করোনায় আক্রান্ত হয়েছিলেন। তার রক্তে অক্সিজেনের পরিমাণ ৮৮ শতাংশে নেমে এসেছিল। হাসপাতালে ভর্তি হতে না হলেও তিনি বুঝতে পেরেছিলেন করোনা রোগীদের জন্য ভেন্টিলেটর কতটা গুরুত্বপূর্ণ।

করোনা নেগেটিভ আসার পর এ বিজ্ঞানী মাত্র ২০ দিনেই বানিয়েছেন বিশেষ পকেট ভেন্টিলেটর। এটির ওজন মাত্র ২৫০ গ্রাম, পকেটেই বহন করা সম্ভব। এই ভেন্টিলেটর একবার চার্জ দিলে কমপক্ষে ৮ ঘণ্টা চলে।

সাধারণ মোবাইল চার্জার দিয়ে চার্জ দেওয়া যায়। ড. রামেন্দ্রলালের বিশ্বাস, করোনা ও মিউকরমাইকোসিস রোগে আক্রান্তদের জন্য ছোট্ট এইভেন্টিলেটরটি খুবই কাজে দেবে।

পকেট ভেন্টিলেটরে দুটি ভাগ রয়েছে। একটি পাওয়ার ইউনিট এবং অন্যটি মাউথ পিস যুক্ত ভেন্টিলেটর ইউনিট। সুইচ অন হলে বাইরের বাতাস যন্ত্রে মজুত আল্ট্রাভায়োলেট চেম্বার দিয়ে বিশুদ্ধ হয়ে ফুসফুসে পাঠায়। চেম্বারের মধ্যে দিয়ে যাওয়ার সময় বাতাসে কোনো জীবাণু থাকলে তাও মরে যায়।

রোগী নিঃশ্বাস ছাড়লে একই কায়দায় বাতাসকে আল্ট্রাভায়োলেটে শুদ্ধ করে ছাড়ে এ যন্ত্র। ফলে ডাক্তার, নার্স বা রোগীর আশপাশে থাকা লোকজনেরও কোনো সমস্যা হবে না। যন্ত্রটি হাসপাতালে ব্যবহৃত সিপ অ্যাপ (কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেশার) যন্ত্রের ভালো বিকল্প বলে মনে করেন ড. রামেন্দ্রলাল।

আরও পড়ুন