Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


প্রথম চীনের টিকা নিলেন ঢামেক ছাত্রী অনন্যা

Main Image

অনন্যা সালাম সমোতাকে প্রথম চীনের টিকা দেওয়া হয়


করোনাভাইরাসের সংক্রমণ রোধে চীনের সিনোফার্মের টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৫ মে) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পরীক্ষামূলক এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ ঢামেক পঞ্চম বর্ষের শিক্ষার্থী অনন্যা সালাম সমোতাকে প্রথম চীনের টিকা দেওয়া হয়। এদিন একই বর্ষের মোট ১৫৭ শিক্ষার্থীকে টিকাটি দেওয়া হবে।

পরীক্ষামূলক টিকা প্রদানের পর টিকা গ্রহণকারীদের সাত থেকে ১০ দিন পর্যবেক্ষণে রাখা হবে। এরপর চীন থেকে পাওয়া উপহারের ৫ লাখ ডোজ টিকা আড়াই লাখ মানুষকে দেওয়া হবে।

মূলত রাজধানীর চারটি সরকারি হাসপাতাল- ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ, মুগদা ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে চিকিৎসক, নার্স ও টেকনোলজিস্টদের পরীক্ষামূলকভাবে এ টিকা প্রদান করা হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও পরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম জানান, প্রাথমিকভাবে চীনের উপহারের টিকা ১ হাজার জনকে দেওয়া হবে। এ মুহূর্তে মেডিকেল কলেজ, নার্সিং ইনস্টিটিউট, ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির শিক্ষার্থী এবং করোনা রোগীদের চিকিৎসার সঙ্গে জড়িতদের টিকা দেওয়া হবে।

পরে বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পসহ বাংলাদেশে বিভিন্ন কাজে অবস্থানরত চীনা নাগরিক ও চীনে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের এ টিকার আওতায় আনা হবে। চীন সরকারের উপহারের ৫ লাখ ডোজ টিকায় আড়াই লাখ মানুষকে টিকাদান করা সম্ভব হবে বলে জানান তিনি।

আরও পড়ুন