অধ্যাপক ডা. এম কে আই কাইয়ুম চৌধুরী
বারডেম জেনারেল হাসপাতালের মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ পেলেন বারডেমের ইউরোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডা. মির্জা মাহবুবুল হাসান ফয়সাল। রোববার সন্ধ্যায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে নিয়োগ দেয়া হয়েছে। পৃথক আরেকটি চিঠিতে চিঠিতে বারডেম জেনারেল হাসপাতালের মহাপরিচালক (ডিজি) পদ থেকে অধ্যাপক এম কে কিউ আই কাইয়ুম চৌধুরীকে অব্যহতি দেওয়ার কথা জানানো হয়।
এ বিষয়ে বারডেম অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ডা. মোরশেদ উদ্দিন আকন্দ গণ মাধ্যমকে বলেন, দুর্নীতিসহ নানা অভিযোগে সদ্য অব্যাহতি পাওয়া মহাপরিচালক কাইয়ুম চৌধুরীর পদত্যাগ চাচ্ছিলেন চিকিৎসকরা। তিনি ৩২ দিন ধরে ছুটিতে ছিলেন। রোববার দুপুরে তিনি বহিরাগত লোকজন নিয়ে হাসপাতালে প্রবেশ করেন এবং নিজের কক্ষে বসেন। এ ঘটনায় তখন চিকিৎসকরা এর বিরোধিতা করেন।
কাইয়ুম চৌধুরীর বহিষ্কারের দাবিতে সোমবার থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দেন চিকিৎসকরা। পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতি পরিচালনা পর্ষদ তাৎক্ষণিক বৈঠকে বসে এবং তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।
পরে রাতে কাইয়ুম চৌধুরীকে অব্যাহতি দিয়ে নতুন মহাপরিচালক হিসেবে ডা. মির্জা ফয়সালকে নিয়োগ দেওয়া হয়। কাইয়ুম চৌধুরীর অব্যহতি পত্রে অগ্রিম বেতনসহ সব দেনা-পাওনা বুঝে নিতে বারডেম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
আরও পড়ুন