Advertisement
Doctor TV

সোমবার, ২১ এপ্রিল, ২০২৫


স্বাস্থ্যখাতে বাংলাদেশ-চীন সম্পর্ক গভীর করার আহ্বান স্বাস্থ্য উপদেষ্টার

Main Image


স্বাস্থ্যখাতে বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ককে আরও গভীর করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। একই সঙ্গে দুইদেশের জনগণের মধ্যে সম্পর্ক ও সংস্কৃতি বিনিময়ের ওপর জোর দেন তিনি। রোববার (২০ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে চীনের ইউনান প্রদেশ ও বাংলাদেশস্থ চীন দূতাবাসের উদ্যোগে আয়োজিত ‘চীন-বাংলাদেশ পিপল-টু-পিপল এক্সচেঞ্জ ইয়ার : ইউনান এডুকেশন অ্যান্ড হেলথ প্রমোশন’ প্রোগ্রামে তিনি এমন মন্তব্য করেন।

 

উপদেষ্টা বলেন, চীন ও বাংলাদেশের মধ্যে বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন খাতে সম্পর্ক আরও গভীর করার উদ্দেশ্য নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে আমি এখানে উপস্থিত হতে পেরে আনন্দিত।

 

বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতে চীনের সহায়তার কথা তুলে ধরে তিনি বলেন, ঢাকার ধামরাইয়ে একশত শয্যা বিশিষ্ট হাসপাতাল এবং রংপুরে এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল স্থাপন করতে চেয়েছে চীন। এ ধরনের উদ্যোগগুলো পারস্পরিক সম্পর্ক ও অঙ্গীকারের প্রতিফলন ঘটায়।

 

চীন থেকে কোভিড-১৯ ভ্যাকসিন কেনার কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ চীনা চিকিৎসা পণ্য ও সেবার জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার হয়ে উঠেছে। বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলো চীন থেকে ওষুধের কাঁচামাল, চিকিৎসা সরঞ্জাম এবং মেশিন আমদানি করে থাকে।

 

জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে চীনের সহযোগিতা কথা উল্লেখ করে তিনি বলেন, আহতদের চিকিৎসা দিতে আমাদের যে সীমাবদ্ধতা তা চীনের রাষ্ট্রদূতকে জানালে তিনি খুব দ্রুত এর সমাধান করেন। চীন সরকার ২৪ ঘণ্টার মধ্যেই একটি মেডিকেল টিম গঠন করে এবং সেপ্টেম্বরে তাদের বাংলাদেশে পাঠায়। এটি সত্যিয় প্রশংসনীয়।

আরও পড়ুন