ছবিঃ সংগৃহীত
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১৯ জন নতুন রোগী।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন মৃত্যুর মধ্যে তিনজন ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় এবং একজন চট্টগ্রাম বিভাগের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১৮ হাজার ৩৪৫ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৬৯ জনের।
বিশ্লেষণে দেখা যায়, জুলাই মাসেই সর্বাধিক মৃত্যু হয়েছে—এই মাসে এখন পর্যন্ত ২৭ জন মারা গেছেন। এর আগের মাস জুনে মারা যান ১৯ জন, জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে সাতজন ও মে মাসে তিনজন। মার্চে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
রোগী ভর্তির দিক থেকেও জুলাই শীর্ষে—এ মাসে ৮০৪৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে জুনে ভর্তি হয়েছিলেন ৫৯৫১ জন।
বাকি মাসগুলোতে রোগী ভর্তির সংখ্যা ছিল: জানুয়ারি ১১৬১, ফেব্রুয়ারি ৩৭৪, মার্চ ৩৩৬, এপ্রিল ৭০১ এবং মে ১৭৭৩ জন।
গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে সর্বোচ্চ ৮৯ জন রোগী ভর্তি হয়েছেন। ঢাকার দুই সিটি এলাকায় ভর্তি হয়েছেন ৯০ জন, ঢাকা বিভাগের অন্যান্য অঞ্চলে ৫৯ জন, চট্টগ্রামে ৩৮ জন, রাজশাহীতে ৩০ জন, ময়মনসিংহে ৯ জন এবং রংপুর বিভাগে ভর্তি হয়েছেন ৪ জন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৩১৬ জন। এর মধ্যে ঢাকার হাসপাতালে আছেন ৩৮৭ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৯২৯ জন।
প্রসঙ্গত, ২০২৪ সালে দেশে ডেঙ্গুতে ১ লাখ ১ হাজার ২১১ জন হাসপাতালে ভর্তি হন এবং ৫৭৫ জনের মৃত্যু হয়। এটি ছিল দেশে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর দিক থেকে তৃতীয় সর্বোচ্চ ও মৃত্যুর দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড।
আরও পড়ুন