Ad
Advertisement
Doctor TV

রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫


মধ্যরাতে হাসপাতালে জরুরি স্বাস্থ্য পরীক্ষা শেষে খালেদা জিয়া বাসায় ফিরেছেন

Main Image

ছবিঃ সংগৃহীত


বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে জরুরি স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন।

 

বুধবার (২৩ জুলাই) রাত ১টা ৪৮ মিনিটে শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ২টা ২৬ মিনিটে হাসপাতাল ছাড়েন তিনি এবং রাত ২টা ৫২ মিনিটে গুলশানের বাসভবনে পৌঁছান।

 

দীর্ঘদিন ধরে খালেদা জিয়া লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন।

 

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি লন্ডন যান খালেদা জিয়া। সেখানে ১৭ দিন লন্ডন ক্লিনিকে চিকিৎসা শেষে বড় ছেলে তারেক রহমানের বাসায় অবস্থান করেন তিনি। চিকিৎসকরা সেসময় জানিয়েছিলেন, বয়স বিবেচনায় তার লিভার প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। এরপর চলতি বছরের ৬ মে দেশে ফিরে আসেন বিএনপি নেত্রী।

আরও পড়ুন