ছবিঃ সংগৃহীত
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সামরিক বিমান দুর্ঘটনায় দগ্ধ রোগীদের চিকিৎসায় সহায়তা করতে চীন থেকে একটি জরুরি চিকিৎসা দল ঢাকায় আসছে। বিষয়টি বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অনুরোধে পাঁচ সদস্যের একটি মেডিকেল দল ২৪ জুলাই সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবে। এই দলে বার্ন চিকিৎসায় অভিজ্ঞ চিকিৎসক ও নার্সরা থাকবেন। ঢাকায় পৌঁছেই তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা ও ক্লিনিক্যাল মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করবেন।
একইসঙ্গে, দুই দেশের চিকিৎসকদের মধ্যে এরই মধ্যে ভার্চুয়াল আলোচনা হয়েছে। ২৪ জুলাই সকালেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে ভিডিও কনসালটেশনে অংশ নেয় চীনের ইউনান প্রদেশের কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির সেকেন্ড অ্যাফিলিয়েটেড হাসপাতালের বিশেষজ্ঞরা।
আলোচনায় অংশ নেন বার্ন ট্রিটমেন্ট, প্লাস্টিক সার্জারি, শিশু কিডনি ও শ্বাসতন্ত্র বিশেষজ্ঞরা। তারা সাম্প্রতিক দুর্ঘটনায় দগ্ধ মুমূর্ষু রোগীদের অবস্থা মূল্যায়ন করেন এবং তাদের জন্য উপযুক্ত চিকিৎসা পরিকল্পনা প্রণয়নে একসঙ্গে কাজ করেন
আরও পড়ুন