Ad
Advertisement
Doctor TV

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫


চিকিৎসকদের তোপের মুখে বহিষ্কার হলেন বারডেমের ডিজি ডা. কাইয়ুম চৌধুরী

Main Image

অধ্যাপক ডা. এম কে আই কাইয়ুম চৌধুরী


চিকিৎসকদের তোপের মুখে বহিষ্কার হলেন বারডেম জেনারেল হাসপাতালের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এম কে আই কাইয়ুম চৌধুরী। এ পদে ডা. মির্জা এম হাসান ফয়সালকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি। তবে এ বিষয়ে এখনও কোনো প্রজ্ঞাপন হয়নি।

 

প্রসঙ্গতঃ দুর্নীতিসহ নানা অভিযোগে সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. এম কে আই কাইয়ুম চৌধুরীর পদত্যাগ চাচ্ছিলেন চিকিৎসকরা। তিনি ৩২ দিন ধরে ছুটিতে ছিলেন। রোববার তিনি বহিরাগত কয়েকজনকে নিয়ে হাসপাতালে প্রবেশ করেন এবং নিজের রুমে বসেন। তখন চিকিৎসকরা এর বিরোধিতা করেন। কাইয়ুম চৌধুরীর বহিষ্কারের দাবিতে সোমবার থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দেন চিকিৎসকরা। পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতি পরিচালনা পর্ষদ তাৎক্ষণিক বৈঠকে বসে এবং কাইয়ুম চৌধুরীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে নতুন মহাপরিচালক হিসেবে ডা. মির্জা ফয়সালকে স্থানীয়ভাবে নিয়োগ দেওয়া হয়।

 

২০২০ সালের জুলাই মাসে বারডেম জেনারেল হাসপাতালের মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ পান অধ্যাপক ডা. এম কে আই কাইয়ুম চৌধুরী। 

আরও পড়ুন