Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


করোনার ‘বাংলাদেশি ধরনের’ ইঙ্গিত

Main Image

অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক


করোনার দ্বিতীয় ঢেউ বাংলাদেশে ব্যাপকহারে সংক্রমণ ছড়াচ্ছে। এ অবস্থায় ১৪ এপ্রিল থেকে সারা দেশে সর্বাত্মক ‘লকডাউন’ আসতে পারে বলে সরকার জানিয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, কঠোর স্বাস্থ্যবিধি না মানলে করোনা পরিস্থিতি ভয়াবহ হবে।

এমনকি এ উদাসীনতা থেকে ভবিষ্যতে জন্ম নিতে পারে করোনার বাংলাদেশি ভ্যারিয়েন্ট। ডক্টর টিভির সাথে আলাপকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যায়ের (বিএসএমএমইউ) রিউমাটোলজি বিভাগের চেয়াম্যান অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক এমন ইঙ্গিত দিয়েছেন।

আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ‘সংক্রমণ নিয়ন্ত্রণে প্রশাসনের নির্লিপ্ততা ও জনগণের উদাসীনতার কারণে হয়তো ভবিষ্যতে বাংলাদেশি ভ্যারিয়েন্ট আসতে পারে। ফলে এখনই কঠোর স্বাস্থ্যবিধি না মানলে পরিস্থিতি মারাত্মক হতে পারে।’

কারণ হিসেবে ডা. আতিকুল বলেন, ‘টিকার প্রথম ডোজ নেওয়ার পর ভাইরাসটিতে আক্রান্ত হলে নতুন মিউট্যান্ট আসতে থাকবে। অ্যাস্ট্রাজেনেকা, মর্ডানা বা ফাইজারের মতো প্রতিষ্ঠানগুলো করোনার নতুন ধরনের বিরুদ্ধে কার্যকর টিকা উৎপাদনের গবেষণা শুরু করেছে। কয়েক মাসের মধ্যে হয়তো এসব টিকা আমাদের দেশেও আসবে। কিন্তু অব্যাহতভাবে স্বাস্থ্য বিধি না মানলে ভাইরাসের নতুন নতুন ধরন আসতেই থাকবে।’

তিনি বলেন, ‘টিকার প্রথম ডোজ ও দ্বিতীয় ডোজের মধ্যকার সময়ে কেউ সংক্রমিত হলো। তাহলে তার দেহের ভাইরাসটি ওই টিকার প্রতিরোধ ব্যবস্থা বা সংস্করণ তৈরি করতে সক্ষম হবে। এভাবেই ইউকে, আফ্রিকান ও ব্রাজিল ভ্যারিয়েন্ট তৈরি হয়েছে। এগুলো মূলত টিকার সিলেকটিভ প্রেসার।’

মিউটেশন বা রূপ পরিবর্তন কীভাবে হয়— এমন প্রশ্নে ডা. আতিকুল হক বলেন, ‘আমাদের শরীরে অনেক বৈশিষ্ট্য রয়েছে, যেগুলো বংশানুক্রমে কিছু জিন বা ডিএনএ নামক রাসায়নিকের মাধ্যমে বাহিত হয়। এই জিন বা ডিএনএতে কোনো পরিবর্তন হলে সেটিকে মিউটেশন বলা হয়। ডিএনএতে অনেকগুলো ভাগ আছে, কোনো একটি পয়েন্ট বা ভাগে যখন পরিবর্তন হয়ে অন্য বৈশিষ্ট্য আসে, সেটিকে পয়েন্ট মিউটেশন বলা হয়।’

করোনাভাইরাস নিয়ে গুরুত্বপূর্ণ লেখাসমূহ

 করোনার ‘বাংলাদেশি ধরনের’ ইঙ্গিত

টিকা নেওয়ার পর আক্রান্তদের করোনার তীব্রতা কম

সংক্রমণে ব্রাজিলকে পেছনে ফেলল ভারত

দ্বিতীয় ঢেউয়ে নতুন ৩ উপসর্গ, কী করবেন

টিকা নেওয়ার আগে-পরে কী খাবেন

বেসরকারিভাবে টিকা আমদানির সুপারিশ জাতীয় কমিটির

আরও পড়ুন