ব্রিটেনে স্কুলশিক্ষার্থীদের কভিড-১৯ পরীক্ষা করা হচ্ছে
যুক্তরাজ্যে নাগরিকদের সপ্তাহে দুইবার করে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করতে হবে। সরকারের গণহারে পরীক্ষা কর্মসূচির অংশ হিসেবে আগামী শুক্রবার থেকে ইংল্যান্ডে এ কার্যক্রম শুরু হবে বলে খবর দিয়েছে বিবিসি।
পরীক্ষার জন্য সরকার বিনামূল্যে এক ধরনের কিট সরবরাহ করছে, যাতে মাত্র ৩০ মিনিটের মধ্যে কভিড পজিটিভ না নেগেটিভ তা জানা সম্ভব হবে।
ইতিমধ্যে স্কুলশিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্য এবং যারা ঘর ছেড়ে কাজের জন্য বের হচ্ছেন, তাদের ওপর করা শুরু হয়েছে।
ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেছেন, এ কর্মসূচি লকডাউনের সময়সীমা শেষেও কার্যকর থাকবে। যদিও সমালোচকরা সরকারের এ কর্মসূচিতে কেলেঙ্কারীর ঝুঁকি দেখছেন এবং অর্থের অপচয় নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ইংল্যান্ডের লকডাউন শিথিলের বিলে স্বাক্ষর করার পরই এমন ঘোষণা দেওয়া হলো। আগামী ১২ এপ্রিল থেকে ইংল্যান্ডে লকডাউন শিথিল করা হচ্ছে।
যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২৯৭ জন শনাক্ত ও ১০ জনের মৃত্যু হয়েছে। সবমিলে এ পর্যন্ত দেশটিতে ৪৩ লাখ ৫৯ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ১ লাখ ২৬ হাজার ৮৩৬ জন মারা গেছে। ব্রিটেন তার ৩ কোচি ১৫ লাখের বেশি নাগরিককে করোনার টিকা দিয়েছে। এদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৯৭ হাজার ৩২৮ জন।
আরও পড়ুন