Advertisement
Doctor TV

রবিবার, ৪ মে, ২০২৫


দরিদ্র দেশগুলোকে ১ কোটি টিকা দেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Main Image

টিকা প্রতিষ্ঠানগুলোর কাছে ১ কোটি টিকা চেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ছবি- সংগৃহীত


বিশ্বে নতুন করে করোনা সংক্রমণসহ মৃত্যু হার বেড়েছে। যদিও করোনার টিকার প্রয়োগ বাড়ায় কিছুটা আশার আলো দেখছে বিশ্ব। কিন্তু দুঃখজনক বিষয় হলো বিশ্বের ৩৬টি দেশ এখনো করোনার টিকা পায়নি। পিছিয়ে থাকা এসব দেশের জন্য এগিয়ে এসেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।

সংস্থাটি টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর কাছে জরুরিভিত্তিতে ১ কোটি (১০ মিলিয়ন) ডোজ করোনার টিকা চেয়েছে। জাতিসংঘ সমর্থিত কোভ্যাকসের মাধ্যমে এই টিকাগুলো দরিদ্র দেশগুলোতে বন্টন করা হবে।

শুক্রবার (২৬ মার্চ) বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইয়াসুস এসব কথা বলেন।

তিনি বলেন, চলতি বছরের শুরুতে আমি বিশ্বের বিভিন্ন দেশকে আহ্বান জানিয়েছিলাম একসঙ্গে কাজ করতে ও করোনার টিকার সুষম বন্টন নিশ্চিত করতে। আর সেটা করার কথা ছিল নতুন বছরের ১০০ দিনের মধ্যে। ১০০ দিন হতে আর মাত্র ১৫ দিন বাকি। কিন্তু এখনো ৩৬টি দেশ ১ ডোজ টিকাও পায়নি। তাদের জনগণ ঝুঁকির মধ্যে রয়েছে।

তিনি আরও বলেন, ৩৬টি দেশের মধ্যে ১৬টি দেশ আগামী দুই সপ্তাহের মধ্যে করোনার টিকা পাবে। কিন্তু বাকি ২০টি দেশ এখনো টিকা পায়নি, এসব দেশগুলোর জন্য জরুরি ভিত্তিতে ১০ মিলিয়ন (১ কোটি) ডোজ টিকা দরকার। যাতে করে এই ২০টি দেশ করোনার টিকা প্রয়োগ শুরু করে তাদের স্বাস্থ্যকর্মী ও বয়োজ্যেষ্ঠদের আগামী দুই সপ্তাহের মধ্যে টিকা দিতে পারে।

সূত্র: আল জাজিরা

আরও পড়ুন