Copyright Doctor TV - All right reserved
পেটব্যথার সাথে যদি পাতলা পায়খানা হয় এবং দীর্ঘদিন হতে থাকে, তাহলে সাবধান হতে হবে। দিনে পাঁচ-ছয়বার পেটে ব্যথা করলে বেশিরভাগ ক্ষেত্রে এটি আইবিডি বলে মনে করা হয়।
ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজ (আইডিটি) খাদ্যনালীর প্রদাহজনিত রোগ। এতে খাদ্যনালী বিশেষ করে ক্ষুদ্রান্ত ও বৃহদন্ত্রে এক ধরনের প্রদাহ এবং আলসার বা ক্ষত সৃষ্টি হয়। ক্রমান্বয়ে খাদ্যনালী চিকন হয়ে যেতে পারে।
ইনফ্লেমেটরি বাওয়েল ডিজিট বা আইবিডি হলো পেটের প্রদাহজনিত রোগ। এটি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের মতো কখনো নিরাময় হয় না। তবে প্রাথমিকভাবে শনাক্ত করা গেলে এবং কিছু নিয়ম মেনে চললে নিয়ন্ত্রণে রাখা সম্ভব।