Copyright Doctor TV - All right reserved
রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হওয়া দগ্ধদের চিকিৎসায় ১৭ সদস্য বিশিষ্ট একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। শনিবার (০২ মার্চ) ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রোগীদের পরিদর্শন শেষে গণমাধ্যমে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।
কিডনি, মেডিসিন, ভাসকুলার সার্জন, বক্ষব্যাধি বিশেষজ্ঞ, ইনটেনসিভিস্ট চিকিৎসা বিশেষজ্ঞদের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠিত হয়েছে।
মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুয়ায়ী আহতদের পরবর্তী চিকিৎসা কার্যক্রম চলবে বলে জানান শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।
উচ্চ পর্যায়ের পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা চলছে কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারায় বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের রাসেল ও টুম্পা নামে এক সিংহ দম্পতির। শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় রোববার (১৫ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে ওই সিংহ দম্পতির চিকিৎসাসেবা শুরু করেছেন মেডিকেল বোর্ডের চিকিৎসকেরা।