দগ্ধদের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন: স্বাস্থ্যমন্ত্রী

ডক্টর টিভি রিপোর্ট
2024-03-02 15:58:27
দগ্ধদের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন: স্বাস্থ্যমন্ত্রী

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রোগীদের পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন

রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভ‌র্তি হওয়া দগ্ধদের চিকিৎসায় ১৭ সদস্য বিশিষ্ট একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। শনিবার (০২ মার্চ) ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রোগীদের পরিদর্শন শেষে গণমাধ্যমে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বার্ন ইনস্টিটিউটে ভ‌র্তি হওয়া ১১ জন অগ্নিদগ্ধের মধ্যে ছয়জনকে দুই-এক‌দিনের মধ্যে ছাড়পত্র দেওয়া হবে। তবে বা‌কি পাঁচজনের চি‌কিৎসা চলবে। তাদের সবার শ্বাসনালি পুড়ে গেছে। তাই এখনই তাদের নিয়ে কিছু বলা যাচ্ছে না। এদের  চিকিৎসার খরচ প্রধানমন্ত্রী বহন করবেন। 

মন্ত্রী আরও জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৪৬ জনের মধ্যে ৪৩ জনের মরদেহ হস্তান্তর করা করা হয়েছে। বা‌কিদের মধ্যে একজনের এখ‌নও কোনো প‌রিবার পাওয়া যায়‌নি।


আরও দেখুন: