গুলশানের দগ্ধদের জন্য ১৮ সদস্যের মেডিকেল বোর্ড গঠন

অনলাইন ডেস্ক
2023-02-20 15:57:39
গুলশানের দগ্ধদের জন্য ১৮ সদস্যের মেডিকেল বোর্ড গঠন

মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুয়ায়ী গুলশানে দগ্ধদের পরবর্তী চিকিৎসা কার্যক্রম চলবে বলে জানান শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন

রাজধানীর গুলশান ২-এ বহুতল ভবনে অগ্নিকাণ্ডে দগ্ধ রোগীদের চিকিৎসায় ১৮ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, গতকাল রাতে এখানে তিন জন রোগী এসেছেন। এর মধ্যে দুই জন ধোঁয়ায় অসুস্থ, আর সামা রহমান সিনহা নামের এক নারী দগ্ধসহ বিভিন্ন ধরনের ইনজুরি রয়েছে। ওই নারী উপর থেকে নিচে লাফিয়ে পড়ায় এসব ইনজুরি হয়েছে। এ অবস্থায় তাকে আইসিইউতে রাখা হয়েছে।

মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুয়ায়ী আহতদের পরবর্তী চিকিৎসা কার্যক্রম চলবে বলে জানান শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। 


আরও দেখুন: