Copyright Doctor TV - All right reserved
কালাজ্বর ও ফাইলেরিয়া নিয়ন্ত্রণের অনন্য অর্জন ধরে রাখতে বললেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। বুধবার (৮ নভেম্বর) রাজধানীর হোটেল র্যাডিসন ব্লুতে আয়োজিত অনুষ্ঠানে এ অর্জনের জন্য স্বাস্থ্য বিভাগের সবার প্রতি কৃতজ্ঞতা জানান মন্ত্রী। সম্প্রতি কালাজ্বর নির্মূলে বিশ্বে প্রথম এবং ফাইলেরিয়া নির্মূলে দক্ষিণ এশিয়ায় চতুর্থ স্থান অর্জন করেছে বাংলাদেশ।
কালাজ্বর একটি প্রাণঘাতী রোগ। মেডিকেলের ভাষায় এটি ভিসারাল লিশম্যানিয়াসিস হিসেবে পরিচিত। এটি লিশম্যানিয়া পরজীবী দ্বারা সৃষ্ট যা স্ত্রী স্যান্ডফ্লাই (বেলেমাছি) কামড়ের মাধ্যমে সংক্রমিত হয়। সময়মত চিকিৎসা না হলে প্রায় ৯৫% কালাজ্বর রোগীর মৃত্যু হয়। এই জ্বরের প্রধান লক্ষণসমূহ অনিয়মিত দীর্ঘমেয়াদী জ্বর, প্লীহা এবং যকৃতের বৃদ্ধি, ওজন হ্রাস, এবং রক্ত স্বল্পতা।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত চার বছরের তথ্য ডব্লিউএইচওর কাছে প্রদান করা হয়েছে। প্রাপ্ত তথ্য রিভিউ করে সংস্থাটি দেখতে পেয়েছে- বাংলাদেশ আসলেই কালাজ্বর নির্মূল করতে পেরেছে। এ কারণে গত ৩০ অক্টোবরের ডব্লিউএইচও আমাদের সনদ প্রদান করে। পৃথিবীর অন্য কোনো দেশ এখনো কালাজ্বর মুক্ত হতে পারেনি। একইসঙ্গে ফাইলেরিয়া তথা গোদরোগ থেকেও মুক্ত হয়েছে বাংলাদেশ। এগুলো আমাদের জন্য বিরাট অর্জন।
গোদ রোগের চিকিৎসায় প্রতিষ্ঠিত নীলফামারীর সৈয়দপুরে ‘বিশ্বের একমাত্র’ ফাইলেরিয়া হাসপাতাল আবারও চালু হয়েছে। সোমবার (১২ জুন) সকাল থেকে হাসপাতালটির চিকিৎসা কার্যক্রম শুরু হয় বলে জানিয়েছেন অস্থায়ী আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মান্না চক্রবর্তী।