Copyright Doctor TV - All right reserved
বাংলা একাডেমির 'মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কার-২০২৩' লাভ করলেন ইমেরিটাস অধ্যাপক, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ। শনিবার বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪৬তম বার্ষিক সভায় তিনিসহ আরও ১৪জন গুণীজনকে বাংলা একাডেমি পুরস্কার ও ফেলোশিপ দেয়া হয়।
‘‘বাংলা একাডেমির সাহিত্য পদক পাওয়া অত্যন্ত সম্মানের ব্যাপার। এটা একটা বিশাল অর্জন আমার জন্য। অবশ্যই আল্লাহর রহমতে এটা সম্ভব হয়েছে।’’- এ বছর বাংলা একাডেমির দেয়া ‘মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কার’ এ মনোনীত হওয়ার প্রতিক্রিয়া জানাতে গিয়ে ডক্টর টিভিকে উপরোক্ত কথা বলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ।
প্রসূতি ও নবজাতকের মৃত্যুর ঘটনায় সেন্ট্রাল হাসপাতালের সব ডাক্তারকে দোষারোপ না করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ। ডক্টর টিভি প্রতিবেদকের সঙ্গে সাম্প্রতিক নানা বিষয়ে আলাপকালে তিনি এ আহ্বান জানান।
গুরুতর অসুস্থ ডা. জাফরুল্লাহ চৌধুরীকে দেখতে গণস্বাস্থ্য হাসপাতালে আসলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক স্বনামধন্য অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ।