Copyright Doctor TV - All right reserved
পাঁচ কোটি টাকার চিকিৎসা উপকরণ সরবরাহের (এমএসআর) টেন্ডারকে কেন্দ্র করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. হারুন অর-রশিদকে লাঞ্ছিত করলেন ঠিকাদার একে শরফুদ্দৌলা ছোটলু। তিনি ‘এ কে শরফুদ্দৌলা’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের পরিচালক ও যশোর জেলা বিএনপির সদস্য।
ডা. এম আর খান শিশু হাসপাতালের চিকিৎসককে মারধরের ঘটনায় রাজধানীর মিরপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২ নভেম্বর) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল্লাহ আল মামুন বাদি হয়ে ৪ জনকে আসামি করে মামলা করেছেন।
নাটোরে এক ওয়ার্ড বিএনপি নেতাকে চিনতে না পারার অপরাধে আধুনিক সদর হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলামকে কর্তব্যরত অবস্থায় পিটিয়েছেন ওই নেতা ও তার সহযোগীরা। হাসপাতালের ভেতরে ঢুকে চিকিৎসককে এমন মারধরের ঘটনার নিরাপত্তাহীনতায় ভুগছেন হাসপাতালের চিকিৎসক এবং নার্সসহ অন্যান্য স্টাফরা। অভিযুক্ত হিটলু নাটোর জেলা বিএনপির প্রভাবশালী এক নেতার ভাই।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রাইভেট মুক্তি হাসপাতালের আবাসিক ডা. পারভেজ আহমেদকে হাত পা বেঁধে ও বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ উঠেছে ওই হাসপাতালের মালিক খন্দকার মো. হাবিবুর রহমান ও পরিচালক জসিম উদ্দিন সরকারের বিরুদ্ধে। রোববার (১৩ অক্টোবর) দুপুরে হাসপাতালের একটি কক্ষ থেকে হাত পা বাঁধা অবস্থায় তাকে নবীনগর থানা পুলিশ উদ্ধার করেন। এ ঘটনায় হাসপাতালের ম্যানেজারকে গ্রেফতার করেছে পুলিশ।
চিকিৎসককে লাঞ্ছিত করার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও অমানবিক বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। রোববার (২৯ সেপ্টেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন সই করা এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
কক্সবাজার ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের কার্ডিওলজি বিভাগের চিকিৎসক ডা. সজীব কাজীর উপর নৃশংস হামলার ঘটনায় ৪ দফা দাবি জানিয়েছেন হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) হাসপাতালটির তত্ত্বাবধায়ক বরাবর দেয়া স্মারকলিপিতে লিখিত দাবি জানান তারা।