Copyright Doctor TV - All right reserved
বাংলাদেশের শীর্ষস্থানীয় মেডিসিন বিশেষজ্ঞ ও কিংবদন্তি শিক্ষক অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার বাদ জুমা শেষ জানাজা অনুষ্ঠিত হয় তাঁর জন্মভূমি চট্টগ্রামের সাতকানিয়ার কাঞ্চন গ্রামে। সেখানে ইমামতি করেন তাঁর চিকিৎসকপুত্র ডা. রাইয়িক রিদওয়ান। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
অধ্যাপক ডা. মো. রিদওয়ানুর রহমানের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিন।সংগঠনের কার্যনির্বাহী সদস্য ছিলেন সদ্য প্রয়াত অধ্যাপক ডা. মো. রিদওয়ানুর রহমান। বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিনের সভাপতি অধ্যাপক ডা. টিটো মিয়া ও সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. আহমেদুল কবির স্বাক্ষরিত শোকবার্তায় শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করতে সকল সদস্যদের অনুরোধ জানানো হয়েছে।
অধ্যাপক ডা. মো: রিদওয়ানুর রহমানের মৃত্যুতে শোক জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার (২৫ অক্টোবর) বিকেলে দেয়া শোকবার্তায় বলা হয়েছে, এই মৃত্যু বাংলাদেশের স্বাস্থ্যখাতের জন্য অপূরণীয় ক্ষতি। অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমসহ সকল স্তরের কর্মকর্তা কর্মচারির পক্ষ থেকে দেয়া শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।
অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমান (Prof Md Ridwanur Rahman) sir যা পড়াতেন তার বেশিরভাগই ওনার নিজের ব্রেনে ফিল্টার করে সাজানো থাকতো, উনি ১০০ বইয়ের রেফারেন্স একসাথে কম্পাইল করতে পারতেন, কি নিখুঁত। আমি তখন FCPS পার্ট ১ করে সোহরাওয়ার্দীতে মেডিসিন ট্রেনি করছি।
দেশবরেন্য মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমান আর নেই। আজ বুধবার (২৫ অক্টোবর) ভোররাতে ম্যাসিভ হার্ট অ্যাটাক করে রাজধানীর ল্যাবএইড (ধানমন্ডি) হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।