স্যার পড়াতেন অনন্য স্টাইলে

ডা. আসিফ উর রহমান
2023-10-25 12:42:40
স্যার পড়াতেন অনন্য স্টাইলে

অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমান (ইনসেটে ডা. আসিফ উর রহমান)

অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমান (Prof Md Ridwanur Rahman) sir যা পড়াতেন তার বেশিরভাগই ওনার নিজের ব্রেনে ফিল্টার করে সাজানো থাকতো, উনি ১০০ বইয়ের রেফারেন্স একসাথে কম্পাইল করতে পারতেন, কি নিখুঁত। আমি তখন FCPS পার্ট ১ করে সোহরাওয়ার্দীতে মেডিসিন ট্রেনি করছি।

Admission ডে, হঠাৎ করেই রাউন্ডে এসে এক রোগীর দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে CA বিশ্বজিত দাদাকে ডেকে বললেন- "Massive pleural effusion in the right side, x ray করেছেন বিশ্বজিত?"

আমরা অবাক! আমরা সবাই ভাবলাম রোগী স্যারের পরিচিত, কাছে গিয়ে জিজ্ঞেস করলাম- "স্যারকে কবে দেখিয়েছেন?"

রোগী বলে- "আমি হেরে চিনিই না!"

দ্রুত X ray করে দেখলাম- ফুসফুসের ডান পাশ পুরা সাদা!

CA বিশ্বজিত দা আর আমরা মুখ চাওয়া-চাওয়ি করতেছি, এটা কেমনে সম্ভব! ১০ ফুট দূর থেকে রোগীর রোগ বলে দেয়া!

পরের দিন দ্যা লিজেন্ড রাউন্ডে এসে বললেন- "আসো বাচ্চারা! আজ তোমাদের Decubitus পড়াবো, কোন রোগী কোন পজিশানে থাকলে কি কি রোগ মাথায় আনবা!"

আহা ক্লাস!
আহা রোগ নির্ণয়। আহা পড়ানোর স্টাইল, আহা কনফিডেন্স!

লেখক :

DR. ASIF UR RAHMAN
MRCEM-UK.DA.MCPS.
FIPM- India.
MBBS, BCS (Health).
Consultant- NINS Emergency Medicine,
Intensive Care Medicine Specialist.


আরও দেখুন: