Copyright Doctor TV - All right reserved
বেশ কিছু অসঙ্গতি ও অসম্পূর্ণতা থাকায় ‘প্রস্তাবিত স্বাস্থ্য সেবা ও সুরক্ষা আইন-২০২৪’ আইন আকারে বাস্তবায়ন করা হলে স্বাস্থ্য ব্যবস্থায় বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা সৃষ্টি হবে। বুধবার (১৬ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের সমন্বিত উদ্যোগ ইউনাইটেড মেডিকেল অর্গানাইজেশন অব বাংলাদেশ (ইউমব)। ইতোমধ্যে এ সংক্রান্ত একটি পর্যালোচনা ও প্রস্তাবনা স্বাস্থ্য মন্ত্রণালয়কে দিয়েছে সংগঠনটি।
স্বাস্থ্য সেবা ও সুরক্ষা আইন -২০২৪(খসড়া) এর উপর পর্যালোচনামূলক প্রতিবেদন তৈরির লক্ষ্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের রেসিডেন্ট, ট্রেইনি এবং ইন্টার্ণ চিকিৎসকদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ অক্টোবর) ইউনাইটেড মেডিকেল অর্গানাইজেশনস্ অব বাংলাদেশ (ইউমব) উদ্যোগে ঢামেকের শহীদ ডা. মিলন অডিটরিয়ামে আয়োজিত সভায় স্বাস্থ্য সেবা ও সুরক্ষা আইন-২০২৪ (খসড়া) এর উপর পর্যালোচনামূলক প্রেজেন্টেশন উপস্থাপন করেন "ইউমব" এর মুখপাত্র এবং ডক্টরস্ ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মোবারক হোসাইন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মঙ্গলবার (২৪ জানুয়ারি) ঢাকা মেডিকেল কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।