Copyright Doctor TV - All right reserved
গরমের মৌসুমে শরীর ঠান্ডা রাখতে নানা রকমের শরবত খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা। তাই গরমকালের ক্লান্তি দূর করতে বেলের শরবত অনেক কার্যকরী
ডায়াবেটিস রোগীর জন্য সবচেয়ে ইমারজেন্সি হচ্ছে রক্তের গ্লুকোজ কমে যাওয়া।
মোতালেব মিঞা, চেহারায় স্পষ্ট ক্লান্তি। শরীরের পোশাক ভিজে গেছে। কপালের ঘাম মুছছেন গামছা দিয়ে। এরই ফাঁকে রিকশা থামিয়ে তিনি ফুটপাতের লেবুর শরবত পান করছেন। কেমন লাগছে জিজ্ঞেস করতেই, একগাল হেসে মোতালেব বললেন, ‘ভালো লাকতাছে।’