Copyright Doctor TV - All right reserved
অন্যান্য ক্যান্সার শনাক্ত করতে যে স্ক্রিনিং পদ্ধতি ব্যবহার করা হয়, তা ফুসফুসের ক্যান্সারের ক্ষেত্রে ততটা কার্যকরী ভূমিকা পালন করে না। এ কারণে ফুসফুসের ক্যান্সার বিস্তার থামানোর জন্য সচেতনতার বিকল্প নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। বিশ্ব ফুসফুস ক্যান্সার সচেতনতা মাস ২০২৩ উপলক্ষে ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টারে বুধবার (২২ নভেম্বর) আয়োজিত বিশেষ সেমিনারে বিশেষজ্ঞরা উপরোক্ত কথা বলেন।
ফুসফুস ক্যান্সার একটি মারাত্মক রোগ যাতে ফুসফুসের টিস্যুগুলিতে অনিয়ন্ত্রিত কোষবৃদ্ধি ঘটে। এই বৃদ্ধির ফলে প্রথমে ফুসফুসের কোষ, প্রতিবেশী কোষ আক্রমণ এবং পরবর্তিতে ফুসফুসের বাইরে সংক্রমণ ঘটতে পারে।
ফুসফুসের ক্যানসার শনাক্তে আগামীতে আর সিটি স্ক্যান করতে হবে না। নিঃশ্বাস পরীক্ষার মাধ্যমেই জানা যাবে ফুসফুসের অবস্থা। ধরা যাবে ক্যান্সার। অভিনব প্রযুক্তিটি আবিষ্কার করেছেন যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের লুইসভিল বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। সূত্র : মেডিকেল নিউজ টুডে।