Copyright Doctor TV - All right reserved
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের দন্ত চিকিৎসা বিভাগের উদ্যোগে বাংলাদেশ ওরাল হাইজিন দিবস পালিত হয়েছে। বাংলাদেশের মাড়ির স্বাস্থ্য বিষয়ক প্রথম বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা আবুল কালাম জোয়ার্দার স্যারের জন্মদিনকে স্মরণে রাখার জন্য বাংলাদেশ পেরিওডন্টলজি সোসাইটির উদ্যোগে গত ২০২১ সাল থেকে প্রতি বছর ২০শে নভেম্বর দেশের সকল মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠানের দন্ত চিকিৎসা বিভাগে এই দিবস পালিত হয়ে আসছে।
”বাংলাদেশ ওরাল হাইজিন ডে” প্রতিবছরের ২০ শে নভেম্বর পালন করা হয়। বাংলাদেশের প্রথম মাড়ির রোগ বিশেষজ্ঞ ও বাংলাদেশ পেরিও ডন্টোলজি সোসাইটির প্রথম সভাপতি অধ্যাপক ডাঃ আবুল কালাম জোয়াদ্দার স্যার এর জন্মদিন কে স্মরণে রাখার জন্য প্রতি বছর এই দিবসকে বাংলাদেশ পেরিও ডন্টোলজি সোসাইটি ২০২১ সাল থেকে বাংলাদেশ ওরাল হাইজিন ডে” হিসাবে পালন করে আসছে।
মুখের স্বাস্থ্য গোটা শরীরের উপর বিরাট প্রভাব ফেলে। তাই আমাদের প্রত্যেকের মুখের স্বাস্থ্যের প্রতি নজর দেওয়া উচিত। গবেষণা বলছে, মুখের স্বাস্থ্য ভালো না থাকলে দাঁতের রোগ থেকে শুরু করে মাথার অসুখ পর্যন্ত হতে পারে। এতএব দাঁতের স্বাস্থ্য ভালো রাখাটা আমাদের অন্যতম কর্তব্য। এক্ষেত্রে দাঁত এবং মাড়ি দুয়েরই খেয়াল রাখতে হবে।