খুমেক হাসপাতালে বাংলাদেশ ওরাল হাইজিন দিবস পালিত
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের দন্ত চিকিৎসা বিভাগের উদ্যোগে বাংলাদেশ ওরাল হাইজিন দিবস পালিত
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের দন্ত চিকিৎসা বিভাগের উদ্যোগে বাংলাদেশ ওরাল হাইজিন দিবস পালিত হয়েছে। বাংলাদেশের মাড়ির স্বাস্থ্য বিষয়ক প্রথম বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা আবুল কালাম জোয়ার্দার স্যারের জন্মদিনকে স্মরণে রাখার জন্য বাংলাদেশ পেরিওডন্টলজি সোসাইটির উদ্যোগে গত ২০২১ সাল থেকে প্রতি বছর ২০শে নভেম্বর দেশের সকল মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠানের দন্ত চিকিৎসা বিভাগে এই দিবস পালিত হয়ে আসছে।
দেশের মানুষের মধ্যে মাড়ি ও দন্তরোগ সমুহের জটিলতা, প্রতিকার ও প্রতিরোধের ব্যাপারে জনসচেতনতা গড়ে তোলাই এ দিবস পালনের প্রধান উদ্দেশ্য।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের দন্ত চিকিৎসা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. অনুপম পোদ্দারের নেতৃত্বে বিভাগীয় সকল চিকিৎসক দন্ত চিকিৎসা বিভাগের রোগীদের কাছ থেকে দন্তরোগের সচেতনতা বিষয়ক অভিমত জানতে চান। পরবর্তীতে তারা রোগীদের কাউন্সিলিং করেন ও সাথে সাথে সচেতনতা বিষয়ে যারা সবচেয়ে বেশী ভাল বলতে পেরেছেন তাকে সাটিফিকেট ও সকল রোগীদের টুথপেস্ট প্রদান করেন।
সোমবার ২০ নভেম্বর আয়োজিত অনুষ্ঠানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ( ভারপ্রাপ্ত) ডা. হোসেন শাফায়াত ও বাংলাদেশ বেতার খুলনার আঞ্চলিক পরিচালক মি. নিতাই কুমার ভট্টাচার্য আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে সার্টিফিকেট বিতরণ করেন।