Ad
Advertisement
Doctor TV

সোমবার, ২০ অক্টোবর, ২০২৫


ওভারিয়ান ক্যান্সার গুরুত্ব নিয়ে বিএমইউতে সেমিনার

Main Image

ছবিঃ সংগৃহীত


বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি (বিএমইউ) এর গাইনোকোলজিক্যাল অনকোলজি বিভাগ (Department of Gynecological Oncology)-এর উদ্যোগে আজ শনিবার শহীদ ডা. মিলন হলে "Precision Oncology in Ovarian Cancer: Molecular Profiling & Targeted Therapy" শীর্ষক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকরা ঐকমত্য পোষণ করেন যে, আধুনিক ক্যান্সার চিকিৎসায় প্রিসিশন অনকোলজি এক যুগান্তকারী ও বিপ্লবী পরিবর্তন নিয়ে এসেছে, যা ওভারিয়ান ক্যান্সার চিকিৎসায় সাফল্য ও রোগীর জীবনকাল উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করছে।

 

বক্তারা জানান, মলিকুলার প্রোফাইলিংয়ের মাধ্যমে রোগীর জিনগত বৈশিষ্ট্য অনুযায়ী অত্যন্ত কার্যকর ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা প্রদান করা এখন সম্ভব হচ্ছে। তাঁরা আরও উল্লেখ করেন যে, টার্গেটেড থেরাপি এবং ইমিউনোথেরাপি ইতোমধ্যে ওভারিয়ান ক্যান্সার চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচন করেছে।

 

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের সিডারস-সিনাই মেডিকেল সেন্টার (LA, USA) এবং CHLA (Center for Cancer & Blood Disease)-এর সার্জিক্যাল অনকোলজিস্ট ও পেডিয়াট্রিক সার্জন প্রফেসর ডা. তাসনিম আরা। তিনি ওভারিয়ান ক্যান্সারের মলিকুলার প্রোফাইলিং, টার্গেটেড থেরাপি এবং প্রিসিশন অনকোলজির সাম্প্রতিক অগ্রগতি বিষয়ে বিশদ আলোচনা করেন।

 

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার প্রিসিশন অনকোলজির গুরুত্ব ও বাংলাদেশের চিকিৎসাব্যবস্থায় এর অন্তর্ভুক্তির প্রয়োজনীয়তা তুলে ধরেন। বিশেষ অতিথি হিসেবে বিএমইউ এর ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. সৈয়দ মো. আকরাম হোসেন আধুনিক ক্যান্সার চিকিৎসায় টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি এবং ওভারিয়ান ক্যান্সারের মলিকুলার প্রোফাইলিংয়ের বাস্তব প্রয়োগ নিয়ে আলোকপাত করেন।

 

গাইনিকোলজিক্যাল অনকোলজি বিভাগের প্রফেসর ডা. ফাওজিয়া হোসেন সেমিনারে সভাপতিত্ব করেন। এছাড়াও সেমিনারে বক্তব্য রাখেন গাইনিকোলজিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. জান্নাতুল ফেরদৌস এবং জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট এর বিভাগীয় প্রধান (গাইনী অনকোলজী) অধ্যাপক ডা. বেগম রোকেয়া আনোয়ার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. রিফাত রহমান, সহযোগী অধ্যাপক, প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগ এবং সহকারী প্রক্টর, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি।

আরও পড়ুন