Ad
Advertisement
Doctor TV

শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫


সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষা

Main Image

ছবিঃ প্রতীকী


ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। দেশের সব সরকারি হাসপাতালে জ্বরের প্রথম পাঁচ দিনের মধ্যে ডেঙ্গু শনাক্তের জন্য করা হয় এমন এনএস-১ অ্যান্টিজেন পরীক্ষা এখন থেকে বিনামূল্যে করা যাবে। এই সুবিধা আগামী ৩০ নভেম্বর ২০২৫ পর্যন্ত চলবে।

 

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) স্বাস্থ্যসেবা বিভাগের পক্ষ থেকে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে স্বাক্ষর করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ ও আন্তঃবিভাগে রেজিস্ট্রেশন করা রোগীরা চিকিৎসকের পরামর্শপত্র বা প্রেসক্রিপশন দেখিয়ে এই পরীক্ষা বিনামূল্যে করাতে পারবেন। ইতোমধ্যেই অর্থ বিভাগ এই উদ্যোগের জন্য অনুমোদন দিয়েছে।

 

ডেঙ্গু শনাক্তে এনএস-১ অ্যান্টিজেন পরীক্ষা অত্যন্ত কার্যকর। সাধারণত জ্বরের প্রথম পাঁচ দিনের মধ্যে পরীক্ষা করে নির্ধারণ করা হয় রোগী ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত কিনা। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানাচ্ছেন, বিনামূল্যে পরীক্ষা চালু হওয়ার ফলে সাধারণ মানুষ দ্রুত শনাক্ত ও চিকিৎসা নেওয়ার জন্য আরও আগ্রহী হবেন, যা ডেঙ্গু নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব ফেলবে।

 

চলতি বছর দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে কয়েক লাখ ছাড়িয়েছে। হাসপাতালগুলিতে ভর্তি রোগীর সংখ্যা প্রতিদিন বাড়ছে। এ পরিস্থিতিতে সরকারের এই উদ্যোগ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে সময়সাপেক্ষ ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

আরও পড়ুন