Ad
Advertisement
Doctor TV

সোমবার, ২০ অক্টোবর, ২০২৫


বিমানবন্দর কার্গো অগ্নিকাণ্ড: চারটি হাসপাতালকে জরুরি সেবা জন্য প্রস্তুত রাখার নির্দেশ

Main Image

ছবিঃ প্রতীকী


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত বা দগ্ধ ব্যক্তিদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে রাজধানীর চারটি হাসপাতালকে সর্বোচ্চ প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

 

শনিবার (১৮ অক্টোবর) অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. মঈনুল আহসান জানান, *জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং কুয়েত মৈত্রী হাসপাতালকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। জরুরি প্রয়োজনে দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানান।

 

ডা. মঈনুল আহসান আরও বলেন, এ ধরনের অগ্নিকাণ্ডে দগ্ধতা, শ্বাসনালী পুড়ে যাওয়া কিংবা ধোঁয়ায় শ্বাসকষ্টের মতো জটিলতা দেখা দিতে পারে। তাই বিশেষায়িত চিকিৎসা সেবা দ্রুত দিতে সক্ষম হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা হয়েছে।

 

আরও পড়ুন