ছবিঃ প্রতীকী
সারাদেশে ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগের প্রকোপ বেড়ে যাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে জনসচেতনতা বৃদ্ধি ও জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণে মাঠপর্যায়ে কার্যক্রম শুরু করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগের সংক্রমণ মোকাবিলায় সারাদেশে সচেতনতামূলক প্রচারণা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে প্রতিটি শাখাকে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাধারণ মানুষের মধ্যে রোগ প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতনতা তৈরি, পরিচ্ছন্নতা অভিযান, লিফলেট বিতরণ, বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও রক্ত পরীক্ষার উদ্যোগ নেওয়া হবে।
ড্যাবের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, এসব উদ্যোগের মাধ্যমে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে এবং আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
আরও পড়ুন