Ad
Advertisement
Doctor TV

সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫


নিঃশর্ত ক্ষমা চাইলেন স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো সেই চিকিৎসক

Main Image

ছবিঃ সংগৃহীত


ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. আবু জাফরের সঙ্গে তর্কের ঘটনার জেরে কারণ দর্শানোর নোটিশ পাওয়ার পর চিকিৎসক ধনদেব চন্দ্র বর্মণ লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। রোববার (৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে তিনি হাসপাতাল পরিচালকের কাছে নিজের জবাব দাখিল করেন।

 

ধনদেব চন্দ্র বর্মণ জানান, শোকজের চিঠি হাতে পাওয়ার পরই তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। তাঁর ভাষায়, “ডিজি বয়স্ক মানুষ, আমারও বেয়াদবি হয়েছে—তাই আন্তরিকভাবে ক্ষমা চেয়েছি।”

এর আগের দিন শনিবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মিলনায়তনে সেমিনারে যোগ দিতে এসে ডিজি আবু জাফর হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। ক্যাজুয়ালটি অপারেশন থিয়েটারে ঢুকে তিনি কক্ষের ভেতরে টেবিল থাকার কারণ জানতে চাইলে দায়িত্বে থাকা ক্যাজুয়ালটি ইনচার্জ ধনদেব চন্দ্র বর্মণের সঙ্গে তর্কের ঘটনা ঘটে।

 

২০২৩ সালের ৮ আগস্ট থেকে ধনদেব চন্দ্র বর্মণ হাসপাতালের ওয়ান-স্টপ সার্ভিসের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন। চলতি বছরের জুলাইয়ে তিনি আবাসিক সার্জন থেকে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। তবে শনিবারের ঘটনায় তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পাশাপাশি কারণ দর্শানোর নোটিশও জারি করা হয়।

আরও পড়ুন