Ad
Advertisement
Doctor TV

রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫


সহযোগী অধ্যাপক পদোন্নতি পেলেন ১২০ চিকিৎসক

Main Image


স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ১২০ জন চিকিৎসককে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি দিয়েছে। এই তথ্য বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব সনজীদা শরমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়।

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়াধীন সেবা বিভাগের বিভাগীয় পদোন্নতির কমিটির সুপারিশ এবং রাষ্ট্রপতির অনুমোদনের পরিপ্রেক্ষিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের উল্লিখিত কর্মকর্তাদের জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ৪র্থ গ্রেডে, অর্থাৎ ৫০,০০০–৭১,২০০ টাকা বেতনক্রমে, সহযোগী অধ্যাপক (সুপারনিউমারারি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

 

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, “পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাদের পূর্ববর্তী পদ ও কর্মস্থলে (ইনসিটু) কর্মরত থাকবেন।”

এছাড়া, আগামী ১১ ডিসেম্বরের মধ্যে যোগদানপত্র স্বাস্থ্য সেবা বিভাগে প্রেরণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, “সুপারনিউমারারি পদে পদোন্নতি পাওয়া চিকিৎসকগণকে সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পদে দায়িত্ব পালন করতে হবে। পদোন্নতি পাওয়া চিকিৎসকগণ পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত বদলি বা কর্মস্থল পরিবর্তন করতে পারবেন না। এছাড়া, লিয়েন/প্রেষণ/শিক্ষা ছুটি বা মাতৃত্বকালীন ছুটি ভোগরত কর্মকর্তাদের ক্ষেত্রে, ছুটি শেষে যোগদানের পর পদোন্নতি কার্যকর হবে। পরবর্তীতে যদি কোনো চিকিৎসক কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ বা ভিন্ন তথ্য পাওয়া যায়, কর্তৃপক্ষ সংশ্লিষ্ট আদেশ সংশোধন বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।”

 

প্রজ্ঞাপন

আরও পড়ুন