Ad
Advertisement
Doctor TV

মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫


ডেঙ্গু মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা

Main Image

স্বাস্থ্য অধিদপ্তরের লোগো


সম্প্রতি দেশব্যাপী ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ও মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তর গভীর উদ্বেগ প্রকাশ করেছে। পরিস্থিতি মোকাবিলায় অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) হাসপাতালগুলোর জন্য জরুরি নির্দেশনা জারি করেছেন। এই নির্দেশনার মূল লক্ষ্য হলো ডেঙ্গু রোগীদের চিকিৎসা ও ব্যবস্থাপনার মান উন্নত করা এবং মৃত্যুর হার কমানো।

 

নির্দেশনায় বলা হয়েছে যে, সন্দেহজনক সকল ডেঙ্গু রোগীর জরুরি ভিত্তিতে এনএস-১ পরীক্ষা করা আবশ্যক। সরকারি হাসপাতালগুলোকে এর জন্য প্রয়োজনীয় কিট দ্রুত সংগ্রহ করতে বলা হয়েছে। একই সাথে, হাসপাতালে ভর্তি রোগীদের জন্য ২৪ ঘণ্টা ল্যাবরেটরি এবং রেডিওলজি পরীক্ষার ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং হাসপাতাল থেকেই রোগীদের প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করতে হবে।

 

রোগী ব্যবস্থাপনার ক্ষেত্রে, ডেঙ্গু আক্রান্ত সকল রোগীকে একটি নির্দিষ্ট ওয়ার্ড বা আলাদা কক্ষে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তাদের সার্বক্ষণিক চিকিৎসার জন্য একজন অধ্যাপকসহ একটি নির্দিষ্ট মেডিকেল টিম গঠন করতে হবে। বহির্বিভাগে ডেঙ্গু রোগীদের জন্য একটি আলাদা কক্ষ নির্ধারণ করতে হবে এবং আইসিইউতে ভর্তি ডেঙ্গু রোগীদের চিকিৎসায় সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

 

এছাড়াও, ডেঙ্গুজনিত কোনো মৃত্যু হলে তার সংক্ষিপ্ত তথ্য ৬ ঘণ্টার মধ্যে হাসপাতাল পরিচালক ও স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট পরিচালককে জানাতে হবে। মশা নিধন কার্যক্রমের জন্য হাসপাতাল পরিচালককে স্থানীয় সিটি করপোরেশন বা পৌরসভার সঙ্গে যোগাযোগ করে হাসপাতালের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করতে হবে। ডেঙ্গু পরিস্থিতি পর্যালোচনা এবং জরুরি সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রতি শনিবার সকালে একটি সমন্বয় সভা আয়োজন করতে হবে। এই নির্দেশনাগুলো অন্যান্য মেডিকেল কলেজ হাসপাতালকেও অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

 

আরও পড়ুন