ছবিঃ ডক্টরটিভি
কিশোরী ও তরুণীদের প্রজনন স্বাস্থ্য এবং জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ সকালে ঢাকার ইডেন মহিলা কলেজে একটি বিশেষ স্বাস্থ্যসচেতনতা মূলক অনুষ্ঠান শুরু হয়েছে। আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের অবস্ অ্যান্ড গাইনিবিভাগ এবং ইডেন মহিলা কলেজের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে মূল বক্তব্য প্রদান করবেন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের অবস্ এন্ড গাইনী বিভাগীয় প্রধান এবং ইয়াহা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট অধ্যাপক ডাঃ সেহেরীন এফ. সিদ্দিকা ও এছাড়া বক্তব্য প্রদান করবেন অন্যান্য অতিথি বৃন্দ।
আজ সকাল ৯টায় একপ্রাণবন্ত র্যালির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং চিকিৎসকরা সচেতনতা মূলক প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে র্যালিতে অংশ নেন, যা কলেজের প্রাঙ্গণ প্রদক্ষিণ করে। র্যালির মূল উদ্দেশ্য ছিল বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সমস্যা এবং জরায়ুমুখ ক্যান্সারের মতো গুরুতর রোগ সম্পর্কে সমাজের সকল স্তরে সচেতনতা ছড়িয়ে দেওয়া।
এই স্বাস্থ্য সচেতনতামূলক অনুষ্ঠানটি টিকা দান ও বৃক্ষরোপণ কর্মসূচীর মাধ্যমে দুপুর১টায় শেষ হওয়ার কথারয়েছে। আয়োজকরা আশা করছেন, এইধরনের উদ্যোগ সমাজে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আরও পড়ুন