Ad
Advertisement
Doctor TV

মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫


দেশের বিভিন্ন হাসপাতালে ৩,৪৭৫ নার্সের পদায়ন, যোগদান ৩০ সেপ্টেম্বর

Main Image

ছবিঃ প্রতীকী


দেশের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নতুনভাবে ৩ হাজার ৪৭৫ জন নার্সকে পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে করা এ পদায়নে নার্সদের আগামী ৩০ সেপ্টেম্বর দুপুরের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগদান করতে হবে। একই সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র পূরণ করে ১০ অক্টোবরের মধ্যে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব এটিএম সাইফুল ইসলামের স্বাক্ষরে প্রকাশিত ১৫ সেপ্টেম্বরের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশক্রমে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সিনিয়র স্টাফ নার্স পদে তাদের নিয়োগ প্রদান করা হয়েছে। নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১/৬০০০-৩৮-৬৪০/- বেতনক্রমে দায়িত্ব পালন করবেন। প্রজ্ঞাপনে আরও বলা হয়, নির্ধারিত ওয়েবসাইটে প্রকাশিত যোগদানপত্রের ফরম অনুসরণ করে যোগদান সম্পন্ন করতে হবে। পরবর্তীতে তাদের বদলি বা পুনঃপদায়ন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের অধীন দশম গ্রেডভুক্ত নার্সদের জন্য বিদ্যমান বদলি নীতিমালা অনুযায়ী সম্পন্ন করা হবে।

 

এছাড়া, নতুন নিয়োগপ্রাপ্ত প্রত্যেক নার্সকে একজন জামানতদারসহ ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে একটি বন্ডে স্বাক্ষর করতে হবে। ওই বন্ডে স্পষ্টভাবে উল্লেখ থাকবে যে, শিক্ষানবিশকালীন সময়ে কিংবা শিক্ষানবিশকাল সমাপ্ত হওয়ার পরবর্তী তিন বছরের মধ্যে যদি কেউ চাকরি ত্যাগ করেন, তবে প্রশিক্ষণকালীন সময়ে প্রাপ্ত বেতন-ভাতা, অগ্রিম বা ভ্রমণ ভাতা, অন্যান্য ভাতাদি এবং প্রশিক্ষণের জন্য ব্যয়িত সম্পূর্ণ অর্থ ফেরত দিতে হবে। এর পাশাপাশি আরেকটি বন্ডে প্রতিশ্রুতি দিতে হবে যে তারা নিজেরা কিংবা তাদের পরিবারের সদস্যরা কোনো প্রকার যৌতুক নেবেন না এবং দেবেন না।

 

চাকরিতে যোগদানের পর নবনিযুক্ত নার্সদের আরও তিন ধরনের ফরম পূরণ করে জমা দিতে হবে। এগুলো হলো—পুলিশ ভেরিফিকেশন ফরম, পিএমআইএস ফরম এবং সম্পদ বিবরণী ফরম। এসব ফরম স্বাস্থ্যসেবা বিভাগ অথবা নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে এবং সঠিকভাবে পূরণ করে আগামী ১০ অক্টোবরের মধ্যে অধিদপ্তরে জমা দিতে হবে। পদায়নের ক্ষেত্রে কোনো ত্রুটি বা অসঙ্গতি ধরা পড়লে তা সংশোধনের ব্যবস্থা করবে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর।

 

এই নিয়োগের ফলে দেশের স্বাস্থ্যসেবা খাতে নার্স সংকট অনেকাংশে কমবে বলে আশা করা হচ্ছে। নতুন নিয়োগপ্রাপ্তরা দেশের বিভিন্ন পর্যায়ের হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে দায়িত্ব পালন করে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবাকে আরও গতিশীল করে তুলবেন।

আরও পড়ুন